ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সাথে শহর বিএনপি’র নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার(৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে শহর বিএনপি’র উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল। শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—
 জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু এবং ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ।
 অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ।
 মতবিনিময় সভায় শহর ও জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 বক্তারা বলেন, ফরহাদ ইকবাল তৃণমূলের পরীক্ষিত নেতা এবং দলের দুঃসময়ের সাহসী কণ্ঠস্বর। তাঁকে টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
 একই সঙ্গে তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

