শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবিতে বিএনপির মিছিল

টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবিতে বিএনপির মিছিল

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণা করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে প্রার্থী হিসেবে দেয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে শহরের ঈদগাঁ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম. এ. বাতেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের অন্য আসনগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা হলেও সদর আসনের মনোনয়ন এখনো ঝুলে আছে। আমরা চাই, টাঙ্গাইল-৫ আসনে টাঙ্গাইল সদরের বাসিন্দা এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক। আমি টাঙ্গাইল সদরের সন্তান, তাই সাধারণ মানুষ আশা করেছিল আমার নামই ঘোষণা হবে। ষড়যন্ত্রমূলকভাবে এই আসনটি হোল্ড রাখা হয়েছে। দ্রুতই টাঙ্গাইল সদরের যোগ্য প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে সাতটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ