সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইল আদালতে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

টাঙ্গাইল আদালতে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’-এর ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।

বিচারপ্রার্থীদের বিশ্রামের সুবিধার্থে নির্মিত এই ন্যায়কুঞ্জে রয়েছে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা।

উদ্বোধন শেষে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারী বিচারপ্রার্থীদের যেন অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। অনেকেই এখানে এসে টয়লেট বা বিশ্রামের জায়গা না পেয়ে বিড়ম্বনায় পড়েন। আশা করি ‘ন্যায়কুঞ্জ’ সেই সমস্যার সমাধান করবে। যে উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে, সবার সহযোগিতায় তা সফল হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাওসার আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, পিপি শফিকুল ইসলাম রিপনসহ আদালতের বিচারক, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ