শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
No menu items!
No menu items!
বাড়িজাতীয়ঝিনাইদহে নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

ঝিনাইদহে নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৭২) নামে এক কাপড় ব্যবসায়ী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা শহরে গার্মেন্টস ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজু স্ত্রী, ছেলে ও ছেলের বউসহ দুইতলা বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি দোতলা থেকে নিচতলার একটি কক্ষে যান এবং দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন। পরে ভোররাতে নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা গুলির শব্দ শুনে বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর জানান,দীর্ঘদিন ধরে তার পারিবারিক সমস্যা চলছিল। পাশাপাশি তার উপর ব্যাংক ঋণের চাপও ছিল। প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যা বলেই মনে করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ