জামালপুরে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে একটি ইজিবাইককে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”
তিনি আরও বলেন, “কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ ও দায়িত্বর বিষয়ে তদন্ত চলছে।”
পুলিশ বর্তমানে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রমাণ সংগ্রহ করছে এবং পলাতক চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
