শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধচলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল;

যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে বাসচালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
মধুপুর–এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে করটিয়া এলাকায় একটি হোটেলে নাস্তা করার সময় তারা একটি বাস ও কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে করেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার কৌশলে ওই তরুণীকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় একজন ব্যক্তি ছিনতাইয়ের অভিযোগ তুলে চিৎকার করলে পুলিশের সন্দেহ আরও বাড়ে। পরে বাসটির কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী কান্নায় ভেঙে পড়ে ঘটনার বর্ণনা দেন। এরপর তিনজনকে আটক করে তরুণীকে উদ্ধার করা হয়।
মধুপুর–এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী (২৬) ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে তখন অল্প কয়েকজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নেমে গেলে চালক, হেলপার ও তাদের সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক আটকে রাখে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, এরপর বাসটি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ওই তরুণীকে রাতভর দলবদ্ধভাবে যৌন নিগ্রহ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়। বৃহস্পতিবার সকালে যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা প্রকাশ পায়।
ওসি জানান, ভুক্তভোগীসহ গ্রেপ্তারকৃতদের বাসসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ