গাজীপুরের শ্রীপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাসহ চারটি প্রতিষ্ঠানকে ৬৭৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার,(২৪ আগস্ট) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক প্রসিকিউটর তানজিনা আফরিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ,বেঞ্চ সহকারী : মো: মোসাদ্দেক ও আনসার ব্যাটালিয়ান ও পুলিশ সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,লাজ ফার্মারসহ মোট চারটি ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষধ পাওয়া গেছে। চারটি ওষুধের ফার্মেসিকে ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ওষুধ জব্দ করা হয়।