গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে এনসিপির নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ—দুজনেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।
আব্দুল হান্নান মাসউদ নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।
সারজিস আলম লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর আহ্বায়ক আল আশরারুর ইমাম তার স্ট্যাটাসে হাসনাতের হাতে আঘাতের চিহ্নসহ দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা হয়েছে। ফ্যাসিস্ট সন্ত্রাসীরা জুলাইয়ের বিপ্লবীদের ভয় পায়। এই হামলার সাথে যুক্ত সকল সন্ত্রাসীকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টা মোটরসাইকেল এসে হাসনাতের ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এখন হাসনাত ঢাকায় ফিরছেন।