শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধগাজীপুরে মাছ ধরার সময় পুকুর থেকে সাতটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরে মাছ ধরার সময় পুকুর থেকে সাতটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় একটি পুকুর থেকে সাতটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে এসব বস্তু উঠে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কনকনে শীতের সকালে কয়েকজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে পুকুরে জাল ফেলেন। মাছ তোলার সময় হঠাৎ জালে একটি শপিং ব্যাগ উঠে আসে, যা ইট দিয়ে বাঁধা ছিল। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখা যায়, লাল কস্টিপে মোড়ানো বোমা সদৃশ সাতটি বস্তু। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
পুকুরের ইজারাদার জাহাঙ্গীর বলেন,“সকালে আমরা তিনজন মাছ ধরার জন্য জাল নিয়ে পুকুরে নামি। দক্ষিণ পাশ থেকে জাল ঘুরিয়ে উত্তর পাশে আনার সময় জালের সঙ্গে একটি শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগটি ইট দিয়ে বাঁধা ছিল। খুলে দেখি লাল কস্টিপে মোড়ানো সাতটি বোমা সদৃশ বস্তু। পরে বিষয়টি সবাইকে জানানো হলে লোকজন ভিড় জমায়।”
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারপাশ ঘিরে নিরাপত্তা জোরদার করেন। এ সময় উৎসুক জনতার ভিড় জমে এলাকায়। দুপুর পৌনে একটার দিকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং এলাকা নিরাপত্তার আওতায় আনি। বোমা সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ