গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ককটেল বিস্ফোরণের মাধ্যমে ভয় সৃষ্টি করে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার হাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৮) এতে গুরুতর আহত হন।তিনি স্থানীয় আবদুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজী মার্কেটে বিকাশ এজেন্ট হিসেবে কাজ করছেন।
এই ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী মহল বলছে, প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই এ ধরনের দুঃসাহসিক ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্য মতে, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে হঠাৎ একটি সাদা প্রাইভেট কার এসে তাদের পথরোধ করে। গাড়ি থেকে দুইজন মুখোশধারী অস্ত্রধারী নেমে আমিনুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার হাতে থাকা টাকার ব্যাগ কেড়ে নেওয়ার সময় চাপাতি দিয়ে কোপ মারে।
স্থানীয় একজন দোকানদার বলেন, “আজ একজন বিকাশ ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন, কাল হয়তো আমাদের কারও সঙ্গেও এমন হতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একটি ব্যক্তিগত গাড়ি থেকে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী বের হয়ে তাঁর পথরোধ করে। দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তাঁর হাতে থাকা ব্যাগ থেকে আড়াই লাখ টাকা, চারটি বাটন ফোন এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।