গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় চুরি, ছিনতাই,খুন,সন্ত্রাসী হামলা কিংবা সংঘবদ্ধ অপরাধ চক্রে জড়িতদের শনাক্তে ২৩টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
শুক্রবার(২২ আগস্ট) শ্রীপুর সচেতন নাগরিক সমাজের দাবির প্ররিপ্রেক্ষিতে শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে মাওনা চৌরাস্তায় ২৩ টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
শ্রীপুর পৌর নাগরিক ফোরামের সাধারণ খোরশেদ আলম বলেন,চুরি,ছিনতাই,মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে পৌরসভার পক্ষ থেকে মাওনা চৌরাস্তায় সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে কাজ চলছে। আজ সকল কাজ সম্পন্ন হয়েছে। এখন সিসিটিভি ক্যামেরাগুলো চালু করা হয়েছে। সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই।
শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লেখক সাঈদ চৌধুরী বলেন,প্রথমতো অপরাধ দমনে এমন মতহি উদ্যোগকে সাধুবাদ জানাই। অপরাধ দমনের পাশাপাশি সঠিক তদারকির মাধ্যমে নাগরিক সেবা যেন নিশ্চিত করা হয়। সাধারণ মানুষ যেন নির্বিগ্নে চলাচল করতে পারে সেই বিষয়টি নজরে রাখা জরুরি। সচেতন নাগরিক সমাজের সাথে থেকে আমি নিজেকে ধন্য মনে করছি।
শ্রীপুর উপজেলার নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক সফি কামাল বলেন,দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তায় বিভিন্ন পয়েন্টে চুরি,ছিনতাই, মাদক ও দেহ ব্যবসার মতো বিভিন্ন অপরাধ সংগঠিত হতো। সিসিটিভি ক্যামেরা বসানোর কারণে অপরাধীদের শনাক্ত করা যেমন সহজ হবে তেমনি অপরাধীরাও ভয়ে আশা করছি এসব পয়েন্টে জড়ো হবে না।এতে জনগণ নির্বিগ্নে চলাচল করতে পারবে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ূব আলী জানান,সড়কে মানুষের যাত্রা নির্বিগ্ন করতে অপরাধ দমন চাঁদাবাজি,ডাকাতি, ছিনতাই প্রতিরোধে এবং মাওনা উড়াল সেতুর নিচে -উপরে অসামাজিক কাজ ও নানা প্রকার অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মাওনা একটি শিল্পাঞ্চল এলাকা।এখানে অপরাধমূলক ঘটনা ঘটে এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনে পৌরসভার পক্ষ থেকে অপরাধীদের চিহ্নিত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,অপরাধ দমনে পৌরসভার পক্ষ থেকে মাওনা চৌরাস্তায় ২৩টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।আর সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবে হাইওয়ে পুলিশ।