রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে গভীর নলকূপের জন্য খুঁড়ে রাখা একটি গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাত ৯টার পর তাকে তানোর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত সোয়া ১০টার দিকে সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
এর আগে বুধবার দুপুরে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শিশু সাজিদ মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা থাকায় নিচে গভীর গর্তটি তাদের চোখে পড়ে না। হাঁটার সময় হঠাৎ সাজিদ প্রায় ৩০–৩৫ ফুট গভীর ওই নলকূপের গর্তে পড়ে যায়।
প্রথমে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা ৩২ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে তাকে আর জীবিত পাওয়া সম্ভব হয়নি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
