ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে পোল্ট্রি ফিডের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ( ৬ মে ) দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন এবং কালিহাতী থানা পুলিশের একটি দল।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং বৈধ লাইসেন্স না থাকায় তালুকদার পোল্ট্রি ফিড-কে ১০ হাজার টাকা এবং সরকার পোল্ট্রি ফিড-কে ১৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
ইউএনও খায়রুল ইসলাম জানান, “জনস্বার্থে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং অনিয়ম প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ কামনা করেছে।