স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অনিক (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা আরেক আরোহী আবীর (১৫) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, সকালে অনিক কালিহাতী পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে সিলিমপুরের দিকে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস পেছন থেকে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় অনিক রাস্তায় ছিটকে পড়লে বাসের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আবীরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের নিশান মিয়ার ছেলে। আহত আবীরের বাড়িও একই এলাকায়।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”