বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালিহাতীতে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি। তারুণ্যের উৎসব  উপলক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ বুধবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচি আয়োজন করে কালিহাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং এটি বাস্তবায়িত হচ্ছে ২০২৫–২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায়।

উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক আশেক পারভেজ এবং কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এনামুল হক।

প্রধান অতিথি ড. মো. জাকির হোসেন বলেন,

> “আমাদের দেশের মাটি উর্বর, মানুষ পরিশ্রমী— শুধু সঠিক জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগই পারে কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। কৃষক-কৃষাণীদের দক্ষতা বাড়লেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি পুষ্টির নিশ্চয়তাও আসবে। আধুনিক কৃষির লক্ষ্য শুধু ফলন বাড়ানো নয়, বরং নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন বলেন, “বর্তমান প্রজন্মের তরুণ ও তরুণীরা কৃষিতে আগ্রহী হচ্ছে— এটাই আমাদের আশার আলো। আমরা চাই, কৃষক ও কৃষাণীরা আধুনিক প্রযুক্তি শিখে নিজের জীবনমান উন্নত করুক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুক।”
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষক ও কৃষাণীরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পাচ্ছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ