বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী: উৎসবমুখর পরিবেশে প্রযুক্তি ও দেশীয় জাতের...

কালিহাতীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী: উৎসবমুখর পরিবেশে প্রযুক্তি ও দেশীয় জাতের সমারোহ

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর)দুপুরে “দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই প্রদর্শনীতে তুলে ধরা হয় প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, সম্ভাবনা ও উদ্ভাবন। উদ্বোধনে প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ খায়রুল ইসলাম
অনুষ্ঠানের উদ্বোধনী ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম।
তিনি বলেন“দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ—এই দুই দিককে গুরুত্ব দিতে পারলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে। কৃষকের আয় বৃদ্ধি ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে এই খাতের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক।”
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা ফারহানা মামুন
বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ফারহানা মামুন বলেন“কৃষি ও প্রাণিসম্পদ খাত একে অপরের পরিপূরক। গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। নতুন প্রযুক্তি শেখাতে এ ধরনের প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখে।”
“প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড”ডা. আবু সাঈদ আল সালাউদ্দিন

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদ আল সালাউদ্দিন বলেন“প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আধুনিক ডেইরি প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রজনন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পশুপালনকে মাঠপর্যায়ে পৌঁছে দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলস কাজ করছে।”
স্থানীয় খামারি, কৃষক ও শিক্ষার্থীরা প্রদর্শন করেন দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ