ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ সেপ্টেম্বর) এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জনদুর্ভোগের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অভিযান চলাকালে নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রমাণ মেলে। এ সময় একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বালু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে সরকারি রাস্তার পাশে উন্মুক্ত স্থানে বা জনসমাগম এলাকায় বালুর স্তূপ রাখা যাবে না। খেলার মাঠ, পার্ক বা জনসাধারণের চলাচলের পথে বালু মজুত করলে জনদুর্ভোগের পাশাপাশি এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
প্রশাসন আরও জানায়, বালু ব্যবসা করতে হলে সংশ্লিষ্ট সকল বৈধ কাগজপত্র সংগ্রহ করে, সরকারি আইন-কানুন মেনে কাজ করতে হবে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।