মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ থেকে। টানা সাত দিন অনলাইনে টিকিট বিক্রি চলবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে। কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না।

তিনি আরও জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার্থে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে। যাত্রী চাহিদার ভিত্তিতে আরও বিশেষ ট্রেন যুক্ত করার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এর আগে ৪ মার্চ দুপুরে রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে, যার মধ্যে কিছু মিটারগেজ কোচ পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এবং কিছু ব্রডগেজ কোচ সৈয়দপুর ওয়ার্কশপ থেকে আনা হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ