ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাইপাস এলাকার চিকলি রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
 সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।
 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
 বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐ
