দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।
বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশাল বিভাগে সর্বাধিক ১৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা হলো:ঢাকা বিভাগে: ১০০ জন,ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৭৮ জন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৬৪ জন,চট্টগ্রাম বিভাগ: ৬০ জন,ময়মনসিংহ বিভাগ: ২৮ জন,রংপুর বিভাগ: ২২ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ২০০ জন। এর মধ্যে: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৯৫ জন,বরিশাল বিভাগ: ৩২ জন,ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২৬ জন,চট্টগ্রাম বিভাগ: ২৩ জন,রাজশাহী বিভাগ: ১০ জন,ময়মনসিংহ বিভাগ: ৬ জন,খুলনা বিভাগ: ৫ জন,ঢাকা বিভাগ (বাকি অংশ): ৩ জন।সরকারি সূত্র বলছে, ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে না গেলেও বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষজ্ঞরা মশার প্রজনন রোধে নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন।