শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাইয়ের কণ্ঠস্বর শরিফ উসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার  কাওরাইদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কাওরাইদ বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাওরাইদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফরিদ আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি রেলওয়ে স্টেশন মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম, অফিস সম্পাদক আরিফুল্লাহ ফারুকী ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম এরশাদ।
বক্তারা বলেন, শরিফ উসমান হাদীর ওপর হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার এবং সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ