শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
No menu items!
বাড়িক্যাম্পাসহাচানিয়া এলামনাই এসোসিয়েশনের ৩৫ বছর পূর্তিতে ২য় পূনর্মিলনী অনুষ্ঠিত

হাচানিয়া এলামনাই এসোসিয়েশনের ৩৫ বছর পূর্তিতে ২য় পূনর্মিলনী অনুষ্ঠিত

ঐতিহ্য ও গৌরবের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে হাচানিয়া এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত ২য় পূনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়ে স্মৃতি, ঐতিহ্য ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম এ কাইয়ুম, বিএনপি মনোনিত প্রার্থী ঢাকা-১১। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন মেম্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন সহ অত্র অঞ্চলের শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আহবায়ক হাজী জাকির হোসেন। তাঁর সাথে দায়িত্ব পালন করেন যুগ্ম আহবায়ক সোহেল আরমান, সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালমান ফারাবী, সহ সদস্য সচিব কাঞ্জুল হাসান। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখেন সাকলাইন মিলন, মোঃ সাব্বির হোসেন, আব্দুল মুমিম, মোঃ তামিম হোসেন, জুবায়ের তানজিল, মোঃ আরিফ রাসুল, মোঃ রমজান আলী, মোঃ রাকিব, মোঃ আব্দুল্লাহ, মাহফুজ, রেদওয়ানুল ইসলাম রাফিদ, হামিদুল হক, মেহেদি হাসান রাতুলসহ আরও অনেকে।

সকাল ৯:০০টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র‍্যালি, স্মৃতিচারণ, পিঠা উৎসব এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের শেষ পর্বে র‍্যাফেল ড্র ও কাওয়ালি সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাদ্রাসার শিক্ষক জনাব মির্জা আজিজুর রহমান।

পূনর্মিলনী উপলক্ষ্যে “অদম্য হাচানিয়া” শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ আগ্রহ ও প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানটি সফল করতে স্পন্সর হিসেবে পাশে ছিল nexT youro, Inochi Global Education Institute, শাহজালাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী। বিজ্ঞাপন ও সহযোগিতায় অংশ গ্রহণ করে-
শাহজালাল ব্যাংক, গুলশান ক্লিনিক, জনতা ব্যাংক, স্বদেশ প্রপার্টি, হট গিজার, রেজেন্সি প্রপার্টিস, বেসিক জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল, জাপান বাংলাদেশ ফাউন্ডেশন , ক্রিয়েটার্স, আল কারিম, পরশ টেইলার্স, হামিদা ফার্মেসি, মা জুয়েলার্স, মডার্ণ ইঞ্জিনিয়ার (সাগর ইসলাম), কবির ইঞ্জিনিয়ার, আল মদিনা ইঞ্জিনিয়ার—সহ আরও অনেকে।

আয়োজকরা জানান, এই পূনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়—এটি হাচানিয়ার ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক শক্তিশালী মিলনমঞ্চ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ