রবিবার, মে ২৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়সীমান্তে হাতির উপদ্রব,সচেতনতায় বন বিভাগের মাইকিং

সীমান্তে হাতির উপদ্রব,সচেতনতায় বন বিভাগের মাইকিং

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে ফের বন্যহাতির তাণ্ডব শুরু হয়েছে। উপজেলার পাহাড়ি জনপদে কয়েক দিন ধরে বিচরণ করছে ভারত থেকে নেমে আসা অর্ধশতাধিক বন্য হাতির পাল। এতে হাতির তাণ্ডব আতঙ্কে ঘুম নেই স্থানীয়দের। জানমাল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। জনসচেতনতায় ঝিনাইগাতী বন বিভাগ মাইকিং করছে।

ঝিনাইগাতীর স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার রাতে গজনী দরবেশতলায় হাতির আক্রমণে আজিজুর রহমান নামে এক ব্যক্তি এবং পরবর্তীতে বাঁকাকুড়া বনের রাস্তায় এফিলিস মারাক (৪৫) নামে আরেকজন নিহত হন। এই ঘটনার পর থেকে উপজেলার গারো পাহাড়ের মানুষ রাতজুড়ে পাহারা দিচ্ছেন এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন না।
ঝিনাইগাতী এলিফ্যান্ট রেসপন্স টিমের গান্দিগাঁও দলনেতা মো. নজরুল ইসলাম বলেন, ঝিনাইগাতীতে হাতিদের জঙ্গলে ফেরাতে মশাল জ্বালিয়ে পাহারা দেওয়া হচ্ছে। বিকেল থেকেই ঝিনাইগাতীর এই পথে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, ঝিনাইগাতীতে হাতির পাল পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। দুর্ঘটনার পর আমরা ঝিনাইগাতীতে মাইকিং করে সবাইকে সতর্ক করছি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ