সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধসিলেট সীমান্তে ১ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে ১ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিশমিশ, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার জব্দ করে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাইপণ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ