শনিবার, আগস্ট ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়সাভারে কারখানা বন্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে কারখানা বন্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৭ এপ্রিল) সাভার পৌর এলাকার উলাইলে অবস্থিত প্রাইড গ্রুপের এইচ.আর টেক্সটাইল মিলস লিমিটেড এবং ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেডের সহস্রাধিক শ্রমিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এর আগে, সকালে ঈদের ছুটি শেষে কারখানায় কাজে যোগ দিতে আসা শ্রমিকরা কারখানার মূল ফটকে লে-অফের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারা সকালে কাজে যোগ দিতে এসে নোটিশ দেখতে পান। পরে তারা কারখানা খুলে দেওয়ার পাশাপাশি বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বলেন, তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টির সমাধান করার আশ্বাস দেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘কাজ না থাকাসহ বিভিন্ন কারণে পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইড গ্রুপের দুটি কারখানায় লে-অফের নোটিশ দেওয়া কর্তৃপক্ষের উদাসীনতা। যদি কাজ না থাকে এবং মালিকপক্ষ কারখানা চালাতে না পারেন, তবে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণসহ বকেয়া পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি।’
প্রাইড গ্রুপের দুটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রশাসন ও কম্পলায়েন্স) মনিরুল ইসলাম বলেন, ‘মূলত অর্থনৈতিক সংকটের কারণে এ লে-অফ ঘোষণা করা হয়েছে। প্রথমে কোভিড পরবর্তী সময় এবং পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রধান বায়ার হারিয়ে আমাদের ব্যাংকিং এবং অর্থনৈতিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এখন আবার জ্বালানির সংকটও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যদিও কাজের অর্ডার পেতে কষ্ট হচ্ছিল, তবুও আমরা ঈদের আগে অন্য ব্যবসা থেকে প্রাইড গ্রুপের শো-রুম এবং কিছু সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন এবং বোনাস পরিশোধ করেছি। শ্রমিকরা জানেন, আমাদের হাতে ২ মাস ধরে কাজ নেই, তারা কারখানায় এসে বসে থাকতেন। তবে আমরা আশাবাদী, ব্যাংক এবং বায়াদের সঙ্গে কথা চলছে এবং এই মাসের ২০-২২ তারিখের মধ্যে কোনো সমঝোতা হলে লে-অফ থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ