ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র ব্যক্তিগত সহকারী(পিএস) আল-আমিন কে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১১ টার দিকে আল-আমিনকে মধুপুরের বোয়ালী এলাকায় তার শ্বশুরবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন(৩৫) ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত আয়াত আলী মুন্সীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ এরমানুল কবির জানান, আল আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি। তাকে আগামীকাল শুক্রবার সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হবে।