বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শ্রীপুরে শালবন থেকে বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

শ্রীপুরে শালবন থেকে বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবন থেকে হরিধন (৫৫) নামে পরিচিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শালবনের ভেতরে এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে তারা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী শেখকে খবর দেন। পরে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, “মরদেহটি দেখে আমরা প্রথমে চিনতে পারিনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার করে।”
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, “প্রাথমিকভাবে নিহতের নাম হরিধন বলে জানা গেছে। মরদেহের পাশে কয়েকটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ তদন্ত করে জানা যাবে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় নিশ্চিতকরণসহ মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ