গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা মোড় এলাকায় আলহাজ্ব আমিনুল হক দারুলউলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ কুরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রাশিদুল হক রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমিনুল হক দারুলউলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আকরাম খন্দকার, সভাপতি; হামিদ শিকদার, সিনিয়র সহ-সভাপতি; রাজিবিল্লাহ রাজিব, সহ-সভাপতি; মিজানুল হক রুমান, সহ-সভাপতি; রাজ্জাক মন্ডল, সহ-সভাপতি; শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শাজাহান কবির, যুগ্ম সম্পাদক; সুমন, যুগ্ম সম্পাদক; পারভেজ, যুগ্ম সম্পাদক; ইঞ্জিনিয়ার সোহাগ শেখ, সহ সাংগঠনিক সম্পাদক; আল-আমীন, দপ্তর সম্পাদক; মুফতি জয়নাল, ধর্ম বিষয়ক সম্পাদক; হাফেজ জুনায়েদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক; এবং মুরাদ, সহ দপ্তর সম্পাদক।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মফিজুল ইসলাম।
