গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১০টায় উপজেলার বরমী ইউনিয়নের বরামা মডেল একাডেমি স্কুল মাঠে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে অসংখ্য স্থানীয় মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাখাওত হোসেন সবুজ, সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাবেক সহ-সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম কাজল এবং রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদ আলী মাস্টারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এই মেডিকেল ক্যাম্প তারই একটি প্রতিফলন। জনগণের মৌলিক চাহিদা পূরণে দলীয়ভাবে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।