বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়জমি দখলচেষ্টা ও হুমকি: ভুক্তভোগীর থানায় অভিযোগ

জমি দখলচেষ্টা ও হুমকি: ভুক্তভোগীর থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ মধ্য বাজার এলাকায় জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বুধবার(২৯ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান (৬০) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত আহাইল্লার ছেলে ইব্রাহিম (৬৫) দীর্ঘদিন ধরে ওই জমি জবর দখলের পাঁয়তারা করে আসছে। অভিযোগকারী জানান, তারা চার ভাই মিলে ১৯৭৮ সালে ৫৮৮৯ নং সাফ কাবলা দলিলের মাধ্যমে খতিয়ান এস.এ ৪৪৪, হাল ৫৩১, সাবেক ৮৪৭ হাল ১৩১৩ দাগ থেকে ০২ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে আসছেন। অভিযোগে বলা হয়, গত শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিবাদী পেশিশক্তির জোরে ওই জমিতে ইট ও বালি এনে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি প্রকাশ্যে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। এর আরও এক মাস আগে বিবাদী উক্ত জমিতে থাকা দোকানপাট ভেঙে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, বিবাদীর এই আচরণে এলাকায় যে কোন সময় খুন-জখমসহ বড় ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে। তাই জমির দখল ও এলাকায় শান্তি রক্ষার স্বার্থে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্তের সাথে একাধিক বার যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায় নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, “জমি সংক্রান্ত বিষয়ের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ