বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্যমতে, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর হলেও এখন পর্যন্ত কেউ তাকে শনাক্ত করতে পারেননি। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে।
এ বিষয়ে কিম্যান জাহাঙ্গীর বলেন, “সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে ফোন করে জানায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ