গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ৬২ বছর বয়সী এক বৃদ্ধসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মোড়ল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই বৃদ্ধের নাম মোস্তফা কামাল (৬২)।তিনি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সাবেদ আলী মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে মোস্তফা কামাল ও হুমায়ুন মোড়ল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, হুমায়ুন মোড়ল ও তার লোকজন ওই জমি দখলের উদ্দেশ্যে ভাউন্ডারি নির্মাণ করে নেয়। মঙ্গলবার সকালে পুনরায় তারা মোস্তফা কামালের বাড়ির পাশে জমির প্রাচীর ভাঙতে গেলে মোস্তফা বাধা দেন।
এ সময় মোস্তফা কামাল ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে হুমায়ুন মোড়ল ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে মোস্তফা কামাল ও তার ভাগিনা এনামুল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মোস্তফা কামালকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, “আমার পৈতৃক সম্পত্তি জোর করে দখল নিতে হুমায়ুন মোড়ল ও তার লোকজন হামলা চালিয়েছে। তারা আমাকে মারধর করেছে, এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
মোস্তফার মেয়েরা জানান, “আমাদের বাবা জমির প্রাচীর ভাঙার ভিডিও করছিলেন, তখন হুমায়ুন মোড়ল এসে মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করে গুরুতর আহত করে। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছেন।”
অন্যদিকে অভিযুক্ত হুমায়ুন মোড়ল বলেন, “মোস্তফা কামালের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। আমিও আহত হয়েছি। চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছি।বর্তমানে টাকার জন্য বাড়িতে এসেছি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, “জমি সংক্রান্ত ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
