শুক্রবার, মে ১৬, ২০২৫
No menu items!
বাড়িছবি-ঘরশ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটাই ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. শওকত হোসেন (৫৫) শ্রীপুরের ভুতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চালক ছিলেন। শওকত হোসেনের স্বজন মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের পাশের একটি দোকানের সামনে তিনি বসেছিলেন। হঠাৎ কিছু দূরে সড়কের পাশে হট্টগোল শুনতে পান। তিনি এগিয়ে গিয়ে দেখেন সেখানে রক্তাক্ত অবস্থায় মো. শওকতের নিথর দেহ পড়ে আছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে।একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয় বলে জানা গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ