গাজীপুরের শ্রীপুরের এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডলের ‘ঘুষ চাওয়ার ‘ কথোপকথনের অডিও প্রকাশের পর তা তদন্ত করতে ফরেনসিক যাচাই করবে পুলিশ । এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছ।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। তিনি বলেন, ‘ বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটার ফরেনসিক যাচাই করব। যেহেতু অডিও আসছে। যার অডিও, তাঁকেও আমি আমার অফিসে ডেকেছি। তিনি আসবেন। তিনি আসলে পুরো বিষয়টি নিয়ে আমি কথা বলব। বিষয়টি সম্পর্কে জেনে বুঝে আবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই।তবে তদন্ত কমিটিতে কারা আছেন তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি এখনি জানাতে চাননি।
উল্লেখ্য, শ্রীপুরে এক ঝুট ব্যবসায়ীর কাছে ঘুষ চাওয়া সম্পর্কিত কথোপকথনের একটি অডিও গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে আছেন। তবে পরবর্তীতে ওসি অবশ্য দাবি করেছেন তিনি এ ধরনের কথা বলেননি। তার কণ্ঠ সম্পাদনা করে ছড়ানো হয়েছে।