মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি উল্টে আহত একাধিক

লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি উল্টে আহত একাধিক

লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায়  সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ট্রেনটির ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে আসা একটি লোকাল ট্রেন স্টেশনে ঢোকার সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে ট্রেন দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ফলে লালমনি এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান বলেন, ‘ দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।’
রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী জানিয়েছেন, ‘উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলা যাচ্ছে না।’

এ ঘটনার পর রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ