শুক্রবার, মে ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়মেহেরপুর জেনারেল হাসপাতাল চালু ও  তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন

মেহেরপুর জেনারেল হাসপাতাল চালু ও  তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন

মেহেরপুর জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, দালান নিধন,সেবার পরিবেশ নিশ্চিতকটণ ও অব্যবস্থাপনা প্রতিবাদে তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এলাকাবাসী ও সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন সম্পন্ন হয়েছে। উক্ত মানববন্ধনে মেহেরপুর বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমদ এ মানববন্ধনের নেতৃত্ব দেন। মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ, সাহেদ মাহমুদ, ক্রীড়াবিদ এ এস লিটন প্রমুখ।

এ সময় বক্তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণের দাবি জানান।পাশাপাশি ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগের দাবি জানান। এছাড়াও দালাল চক্র নির্মূল ও রোগীদের জন্য একটি সুশৃঙ্খল ও মানবিক চিকিৎসা পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় মেহেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তত্ত্বাবধায়ক দায়িত্ব পালনের বদলে নিজের সুবিধা নিয়েই ব্যস্ত থাকেন। হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বহিরাগত দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে।
দাবি আদায় না হলে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে নাগরিক সমাজের সদস্য, রোগীর স্বজন, মানবাধিকার কর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ