মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে গিয়ে আটকে পড়েছেন ৯৮ জন বাংলাদেশি। ঢাকার একটি ফ্লাইটে তারা মালয়েশিয়া পৌঁছালেও প্রবেশের অনুমতি পাননি।শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বার্নামার খবরে বলা হয়, দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রীদের কাগজপত্র যাচাই করে। মোট ১৮১ জনের কাগজ পরীক্ষা করা হলেও এর মধ্যে ৯৮ বাংলাদেশি পর্যাপ্ত নথিপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, আটকে পড়া যাত্রীরা ভোরের ফ্লাইটে এসেছিলেন। দিনের বেলায় কঠোর তল্লাশি এড়াতেই হয়তো তারা ভোরে ফ্লাইট নিয়েছিলেন। তবে ভুয়া হোটেল বুকিং, ফেরার টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারায় তাদের ঢুকতে দেওয়া হয়নি।
সংস্থাটি আরও বলেছে, যাদের আটকে দেওয়া হয়েছে, তারা (পর্যটন ভিসায় এসে) খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে, তা ভবিষ্যতেও চলবে।