ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে
টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২ মে) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া দরবার শরীফের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নেছবতে শাহ এনায়েতপুরী রঃ এর জাকেরবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা সাইফুদ্দিন,মাওলানা বুলবুল ইসলাম,মো.ঈসমাইল হোসেন,নজরুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বলাৎকারের অভিযোগে যেভাবে মাওলানা রহিস উদ্দিনের উপর হামলা করেছে তা এই নতুন বাংলাদেশে সম্ভব কিনা জানিনা।আমরারিস উদ্দিনের উপর হামলা কারীদের অতিদ্রুত আইনের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এই হত্যার সুষ্ঠু তদন্তপুর্বক বিচার নাহলে কঠিন আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন।এ সময় নেছবতে শাহ এনায়েতপুরী রঃ এর প্রায় ৫শতাধিক এর অধিক জাকেরবৃন্দ উপস্থিত ছিলেন।