রবিবার, জুলাই ২০, ২০২৫
No menu items!
বাড়িলিড নিউজমাওনা-কালিয়াকৈর  নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

মাওনা-কালিয়াকৈর  নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর হতে মাওনা পর্যন্ত নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে কালিয়াকৈরবাসী।

শনিবার ১৯ জুলাই দুপুরে  এই নিড়াপদ সড়কের দাবিতে মানবন্ধন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান,  গাজীপুরের ব্যস্ততম মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। প্রায় প্রতিদিনই সড়কে প্রাণ ঝড়ছে।

তাদের মতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক আবারও নিরাপদ হয়ে উঠুক এবং মানুষ নির্ভয়ে যাতায়াত করতে পারুক, এটাই তাদের প্রত্যাশা ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘আর নয় সড়ক মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথিকের পথ চলা’ এই শ্লোগান সামনে রেখে বেপরোয়া সিএনজি চালিত যানবাহন বন্ধ করার দাবি জানান। এই সড়কে প্রতিনিয়ত সিএনজি চালিত গাড়ির কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে সাধারণ যাত্রীরা প্রাণ হারাচ্ছেন।

যাত্রীদের জন্য নিয়মিত বাস চলাচলের দাবি জানান তারা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ