মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়মধুপুরে তিনদিন ব্যাপি কৃষিমেলা শুরু

মধুপুরে তিনদিন ব্যাপি কৃষিমেলা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মধুপুরে তিন দিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (৮জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বৃহত্তর ময়মনসিংহের ফসলের নীবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করে।

মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলালুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনী নূর রাত্রী, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, নার্সাারী মালিক সমিতির সভাপতি আবু হানিফ প্রমূখ।

মেলায় ২৬টি স্টলে মধুপুরে উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শিত হয়েছে।
এই মেলা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ