সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ভেজাল জিরা বিক্রির দায়ে এলেঙ্গায় মালেক এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা

ভেজাল জিরা বিক্রির দায়ে এলেঙ্গায় মালেক এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয় ও মিশরীয় জিরা এবং দেশের বিভিন্ন জেলার জিরার সঙ্গে নিম্নমানের জিরা মিশিয়ে নতুনভাবে ‘ডায়মন্ড জিরা’ নামে মোড়কজাত করে বাজারজাত করছিল।

ভোক্তাদের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল কারখানাটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল বারেককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়।

অভিযানকালে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ