গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকায় একটি ভাড়া বাসার রান্নাঘর থেকে সুমন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) ভোর সকাল ৬টার দিকে উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের মামুনের ভাড়া বাসার রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন বরিশাল জেলার হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের শাজাহানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের মান্নান কাজীর ভাড়া বাসায় থেকে গেটওয়ার সিরামিকস কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সুমন। এরপর রাতে আর বাসায় ফিরে আসেননি। সোমবার সকালে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, তার পাশের একটি ভাড়া বাসার রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই শুভ জানান, “রোববার সন্ধ্যায় আমার ভাই ৬শ টাকা ও শীতের জামা নিয়ে বাটন মোবাইল ফোন কিনতে বাসা থেকে বের হয়। এরপর রাতে আর ফিরে আসেনি। রাত দেড়টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে আমার বাবার মোবাইলে একাধিকবার কল আসে, কিন্তু অপরিচিত নম্বর দেখে বাবা কল রিসিভ করেননি। সকালে আবার সেই নম্বর থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। পরে জানতে পারি, আমার ভাই যে বাসায় ভাড়া থাকতো তার পাশের বাসার রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মনে করছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।” তিনি এ ঘটনায় থানায় অভিযোগ জানাতে এসেছেন বলেও জানান।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
