মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বিজয় দিবসে শহীদদের প্রতি টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বিজয় দিবসে শহীদদের প্রতি টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ১ মিনিটে টাঙ্গাইল জেলা সদর জনসেবা চত্বরের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাঁদের আদর্শ ধারণ করেই গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহসভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ