বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইল শহরের পৌর এলাকার ১১নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ এশা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী।
আয়োজকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
