বান্দরবানে পর্যটকদের নিরাপত্তাহীনতার নতুন একটি ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের প্রায় তিন লাখ টাকার মূল্যবান মালামাল চুরি হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে শহরের কানাপাড়া এলাকার ক্লাউডি ইন হোটেলের ১০১ নম্বর কক্ষে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পর্যটক শাহাদাত ভূইয়া বান্দরবান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শাহাদাত ভূইয়া ১৪ জানুয়ারি পরিবার নিয়ে বান্দরবান ভ্রমণে আসেন এবং ওই দিন ক্লাউডি ইন হোটেলের ১০১ নম্বর কক্ষে রাত্রিযাপন করেন। রাতে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার ল্যাপটপ, মোবাইল ফোন, একটি ডায়মন্ড রিং ও একটি হাতঘড়ি চুরি হয়ে গেছে।
ঘটনার পরপরই তিনি হোটেলের নাইট ডিউটির দারোয়ানকে বিষয়টি জানালেও তিনি কিছুই জানেন না বলে জানান। পরে হোটেল কর্তৃপক্ষের কাছে কক্ষসংলগ্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাইলে তারা জানায়, ওই কক্ষের পাশে কোনো ক্যামেরা নেই।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। তবে অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগী আর যোগাযোগ করেননি। এখনো কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।”
পর্যটন নগরী বান্দরবানে এ ধরনের চুরির ঘটনা ক্রমাগত বাড়ছে, যা পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে বান্দরবানের পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।
