শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়ানগ্রাম বাজার থেকে মোটরসাইকেলযোগে তিনজন আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ একটি চলন্ত ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন সান্তাহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উৎরাইল বামনীগ্রামের বাসিন্দা নয়নের ছেলে তৌফিক (১৮) ও হেলালের ছেলে মারুফ (১৮)। আহত হয়েছেন একই গ্রামের রহিমের ছেলে আকাশ।

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি কোন ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ