শনিবার, অক্টোবর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদো-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “আমি মারিয়া করিনা মাচাদোকে আমার অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাই, যিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন। নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখে তিনি কখনো থেমে যাননি। তার দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতি রেখেছেন।”

তিনি নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে বলেন, “গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, যারা ঝুঁকি নিয়ে সামনে আসেন, এবং যারা আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা স্বাভাবিকভাবে আসে না; সেটিকে সর্বদা রক্ষা করতে হয়— কথায়, সাহসে ও দৃঢ়তায়।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “মিসেস মাচাদো এক উত্তম বিশ্বের কল্পনা করেছেন এবং তা বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।”

বার্তার শেষে ইউনূস আবারও বলেন, “অভিনন্দন মারিয়া করিনা মাচাদো।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ