শনিবার, মে ৩, ২০২৫
No menu items!
বাড়িছবি-ঘরনাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২

নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে চাকার ওপর পড়ায় বগিটি বিকল হয়ে যায়। এতে ভেতরে থাকা দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (০২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় হঠাৎ ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে যায়। এ সময় বিকট শব্দে পুরো বগিটি চাকার ওপর আছড়ে পড়ে। পরে বিকল বগিটি রেখে বাকি বগি সংযুক্ত করে আধঘণ্টা পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, বিকল বগি অপসারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্মে বগিটি বিকল হলেও ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার