নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার কোরবানির গরু রাজশাহীর একটি হাট থেকে আনা হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) সরকারি গাড়িতে করে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকার সিটি হাট থেকে গরুটি কেনা হয়। সরকারি গাড়িতে গরু আনার পর বিষয়টি জানাজানি হলে জেলার সচেতন মহলে সমালোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে আম কেনাবেচার সময় আড়তদারদের বাড়তি ওজন নেওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা ছিল। এ সভায় এসেছিলেন বাগাতিপাড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। তিনি ওই উপজেলার সহকারী কমিশনারেরও (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাই উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) ডাবল কেবিন পিকআপ নিয়েই তিনি সভায় যান। সভা শেষ হয় দুপুরে। এরপর রাজশাহীর সিটি হাটে গিয়ে তিনি কোরবানির জন্য একটি গরু কেনেন। পরে সেই গরু গাড়ির পেছনের কেবিনে তোলা হয়। আর সামনের কেবিনে বসেন ইউএনও। এসিল্যান্ডের সরকারি গাড়িতে গরু তুলতে দেখে সেখানে ভিড় জমান উৎসুক মানুষজন।