বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটের একটি খাল থেকে নাসরিন আক্তার (২৫) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পৌর সদরের স্টিল ব্রিজ সংলগ্ন গাগৈর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসরিন আক্তার উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের দিনমজুর সোলেমানের মেয়ে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানান, নাসরিন মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রায়ই নাঙ্গলকোট বাজার এলাকায় একা ঘোরাঘুরি করতেন নাসরিন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কবে তিনি বাড়ি থেকে বের হন এবং কীভাবে মারা যান, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে ফজলুল হক বলেন, নাসরিন মৃগী রোগী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ